রাজধানীর মিরপুরে ভাসানটেক ১৪ নম্বর এলাকার ৩ নম্বর বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার( ২৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে আগুন লাগে।
কি কারণে আগুন লেগেছে এখনো জানা সম্ভব হয়নি। এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে নিরলস ভাবে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এছাড়া আগুন নেভাতে এলাকাবাসীরাও এগিয়ে এসেছে। এখন পর্যন্ত হতাহতের সম্পর্কে জানা যায়নি। মিরপুর সিআরপি ভবনের পাশে এই বস্তি অবস্থিত। বস্তিতে প্রায় ৩ থেকে ৪শ ঘর রয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী। প্রায় সব ঘর পুড়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
এদিকে চকবাজার চুড়িহাট্টা ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবারও বড় ধরনের আগুন ঘটনা ঘটলো রাজধানীতে। ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রায় ১৪ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ভয়াবহ সেই আগুনে পুড়ে মারা যায় অন্তত ৬৭ জন।