এবারের ২০২২-২৩ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন রাফসান জামান। আজ রোববার (১২ মার্চ) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ফলাফল ঘোষণার পর এ তথ্য জানিয়েছেন তিনি।
রাফসান চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী ছিলেন। তিনি ৯৪ দশমিক ২৫ নম্বর পেয়েছেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ১৯৫ জন শিক্ষার্থী। এরমধ্যে মেয়ে শিক্ষার্থী ২৮ হাজার ৩৮১ জন এবং ছেলে শিক্ষার্থী ২০ হাজার ৮১৩ জন। এবছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা এক লাখ ৩৯ হাজার ২১৭ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৪০৪ জন। মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ১২২টি। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ১২ জন পরীক্ষার্থী।
এদিকে শিক্ষার্থীরা এবার তিনভাবে ফলাফল জানতে পারবেন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরে ফলাফল পাঠিয়ে দেওয়া হবে।
<<< ২০২২-২৩ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল জানুন>>>
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান