প্রাণঘাতী করোনাভাইরাস সংকটের মধ্যে চলতি বছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে ৪ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি পেতে পারে এবং আগামী বছর তা বেড়ে ৭ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
বৃহস্পতিবার (১৮ জুন) এডিবি প্রকাশিত এশীয় উন্নয়ন দৃশ্যকল্পের (এডিও) এর সম্পূরক প্রতিবেদনে এ অনুমান করা হয়েছে। তাদের প্রতিবেদন এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে বলা হয়েছে, ২০২১ সালে বাংলাদেশের অর্থনীতি ক্ষতি কাটিয়ে উঠতে পারে।
বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারী এবং বাংলাদেশে এর প্রকোপে চলতি অর্থবছরের শেষ প্রান্তিকে অর্থনৈতিক কর্মকাণ্ড যে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এডিবির এ প্রতিবেদনেও তা এসেছে।
এডিবির প্রকাশিত প্রতিবেদনে এ বছর এশিয়ার প্রবৃদ্ধির বিষয়ে আগের ধারণা থেকে সরে এসে মাত্র শূন্য দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে । যা ৬০ বছরের মধ্যে সর্বনিম্ন।
গত ১১ জুন জাতীয় বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী অর্থবছরের জন্য ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঘোষণা করেন। আর চলতি ২০১৯-২০ অর্থবছরের জন্য আগের প্রাক্কলন সংশোধন করে ৫ দশমিক ২ শতাংশে নামিয়ে আনা হয়।
আগামী অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে পর্যায়ক্রমে অর্থনীতির পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু হবে এবং পরের দুটি প্রান্তিকে তা দ্রুত হবে বলে সংস্থাটির পূর্বাভাসে উল্লেখ করা হয়।
গত এপ্রিলে প্রকাশিত এডিবির মূল প্রতিবেদনে বাংলাদেশের চলতি অর্থবছরে জন্য ৭ দশমিক ৮ শতাংশ এবং আগামী অর্থবছরে ৮ শতাংশ প্রবৃদ্ধির কথা বলা হয়।