“নোবেল পুরস্কার ২০২২“
❐ পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার: আমেরিকার জন এফ ক্লোজার, ফ্রান্সের অ্যালেন অ্যাসপেক্ট এবং অস্ট্রেলিয়ার অ্যাটন জেলিঙ্গার কোয়ান্টাম ইনফরমেশনের দুনিয়ায় অভাবনীয় সাফল্যের জন্য পদার্থবিজ্ঞানে যুগ্ম ভাবে বিজয়ী হলেন।
❐ রসায়নে নোবেল পুরস্কার: আমেরিকার ক্যারোলিন আর. বার্তোজী ও কার্ল ব্যারি সার্পলেশ এবং ডেনমার্কের মর্টেন মেন্ডল ক্লিক কেমিস্ট্রি এবং বায়োর্থোগোনাল কেমিস্ট্রির উন্নয়নের জন্য রসায়ন বিজ্ঞানে যুগ্ম ভাবে নোবেল পুরস্কার বিজয়ী হলেন।
❐ চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরষ্কার: সুইডেনের সান্তে প্যাবো বিলুপ্ত হোমিন এবং মানব প্রজাতির জিনোম সম্পর্কিত গবেষণায় আবিষ্কারের দরুন চিকিৎসা বিজ্ঞানে একক ভাবে নোবেল বিজয়ী হলেন।
❐ সাহিত্যে নোবেল পুরস্কার: ফরাসী লেখিকা অ্যানি এনৌ সাহস নিখুঁত মাধ্যমে ব্যক্তিগত স্মৃতির শিকড়কে একত্রিত করে যেভাবে তিনি ক্ষুরধার কলমে অনাবৃত করেছেন সেই পেক্ষাপট থেকে সাহিত্য বিভাগে একক ভাবে নোবেল জয়ী হলেন।
❐ নোবেল শান্তি পুরস্কার: বেলারুশের মানবাধিকার আইনজীবী আলেস বিলিয়াতস্কি (Ales Bialiatski), রাশিয়ান মানবাধিকার সংস্থা মেমোরিয়াল (Russian human rights organisation Memorial) এবং ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজ (Center for Civil Liberties) এরা যৌথ ভাবে নোবেল শান্তি পুরষ্কার ২০২২-টি পাচ্ছেন। তারাযুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের নথিভুক্ত করার জন্য একটি অসামান্য প্রচেষ্টা করেছে। তারা একসাথে শান্তি ও গণতন্ত্রের জন্য নাগরিক সমাজের তাৎপর্য প্রদর্শন করে এই পুরস্কারের যোগ্য হয়ে ওঠে।
❐ অর্থনীতিতে নোবেল পুরস্কার: আমেরিকার তিন অর্থনীতিবিদ বেন এস. বারন্যাঙ্ক, ডগ্লাস ডব্লিউ. ডায়মন্ড এবং ফিলিপ এইচ. ডিবভিগ ব্যাঙ্ক এবং আর্থিক সংকটের উপর গবেষণার জন্য অর্থনীতিতে নোবেল পেয়েছেন।