অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে এক ম্যাচে ৮টি ক্যাচ নেওয়ার বিশ্ব রেকর্ড গড়েছেন অ্যালেক্স ক্যারি। দেশটির মার্শ কাপে কুইন্সল্যান্ডের বিপক্ষে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে এই কীর্তিতে নাম লেখান অজি উইকেটকিপার। ইতিহাসের তৃতীয় উইকেটকিপার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ইনিংসে ৮টি ক্যাচ নেন ক্যারি।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) অ্যাডিলেডের কারেন রোল্টন ওভালে মার্শ কাপের ম্যাচে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৮টি ডিসমিসালের বিশ্ব রেকর্ড গড়েন অ্যালেক্স ক্যারি।
মার্শ কাপে প্রথমে ব্যাটিং করে ২১৮ রানে অলআউট হয় কুইন্সল্যান্ড। দলটির ৮ জন ব্যাটারের ক্যাচ গ্লাভসে জমা করেন অস্ট্রেলিয়া জাতীয় দলের এই কিপার। যা লিস্ট ‘এ’ ক্রিকেট ম্যাচে ক্যাচ নেওয়ার বিশ্ব রেকর্ড ছুঁতে সাহায্য করেছে ক্যারিকে। কুইন্সল্যান্ডের ২১৮ রান ৪৪.১ ওভারেই পেরিয়ে যায় সাউথ অস্ট্রেলিয়া। পেসার জর্ডান বাকিংহাম ৪১ রানে শিকার করেছেন ৬ উইকেট। যার মধ্যে ৫টি ক্যাচই গ্লাভসে জমা করেন অজি কিপার ক্যারি।
১৯৮২ সালে প্রথম উইকেটকিপার হিসেবে ৮টি ক্যাচ নেওয়ার বিশ্ব রেকর্ড গড়েছিলেন ইংল্যান্ডের সমারসেটের ডেরেক টেলর। ইংলিশ বেনসন অ্যান্ড হেজেস কাপে কম্বাইন্ড ইউনিভার্সিটির বিপক্ষে ৮টি ক্যাচ নিয়েছিলেন এই উইকেটকিপার। ২০০১ সালে হার্ট ফোর্ডশায়ারের বিপক্ষে ৮টি ক্যাচ নিয়ে টেলরের রেকর্ড ছুঁয়েছিলেন উস্টারশায়ারের জেমস পাইপ।
প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে সর্বোচ্চ ৮ উইকেট নেওয়ার উদাহরণ আছে ১০টি। যার সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের এক উইকেটকিপারের নাম। ২০০৫-৬ মৌসুমের জাতীয় ক্রিকেট লিগে ঢাকা বিভাগের বিপক্ষে ৮টি ক্যাচ নেওয়ার কীর্তি দেখিয়েছিলেন সিলেটের গোলাম মাবুদ।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম