সরকারের উদাসীনতার কারণেই দেশে একের পর এক দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানিতে অংশ নিয়ে তিনি আরও বলেন, গণতন্ত্র না থাকায় অপকর্মের করেও জবাবদিহি করতে হচ্ছে না।
গণশুনানিতে চকবাজারে অগ্নিকাণ্ডে শোক প্রস্তাব পাঠ করেন ফখরুল। এ সময় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।
পাঁচ সদস্যের বিচারক প্যানেলের প্রধান হিসেবে শুনানিতে যোগ দিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। এ সময় তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম ও নির্যাতনের অভিযোগ রেকর্ড করাই গণশুনানির মূল উদ্দেশ্য।
সূত্র : সময় নিউজ