একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বিকেল ৩টায় বসছে । নতুন সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে সংসদ সচিবালয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংসদের আসন বিন্যাসও নির্ধারণ করা হয়েছে।
আওয়ামী লীগ ও এর জোটসঙ্গী দলগুলোর নির্বাচিতরা তেসরা জানুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেন। ভোটের ফল প্রত্যাখ্যান করে শপথ না নেয়ায় বিএনপি ও ঐক্যফ্রন্টের নির্বাচিতদের ছাড়াই বসছে প্রথম অধিবেশন।
দশম সংসদের মতো এবারও বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে মহাজোটের শরিক জাতীয় পার্টি। গত ৯ জানুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একাদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন।