বাংলাদেশ থেকে একজন লিখে পাঠিয়েছেন ” ভাল লেখেন তবে, রাজনীতি নিয়ে লেখা পড়তে চাইনা”। বিষয়টি ভেবে সুহৃদ পাঠককে সম্মান জানিয়ে আজ আর রাজনীতি নিয়ে লিখবোনা।কয়েকদিন আগে এমন করেই একজন লিখে জানিয়ে ছিলেন তার জ্বর আর কাঁশির কথা। জানতে চেয়েছি ডাক্তার দেখিয়েছ কিনা! তিনি ডাক্তার দেখাননি। ভাবলাম হয়ত, আর্থিক অসুবিধার কারনে ডাক্তারের কাছে যাননি। সাহায্য করারও ইচ্ছা প্রকাশ করেছি। তখন সে নিজেই বিষিয়টি পরিস্কার করেছেন। ডাক্তারের কাছে গিয়ে করোনা পজেটিভ ধরা পরলে জানাজানি হয়ে যাবে। এই ভয়ে ডাক্তারের কাছে যাননি তিনি। এমন সংবাদ আরও কয়েকজনের মূখেই শুনেছি। করোনা পজেটিভ নিশ্চিত জেনেও সামাজিক ভাবে বিছিন্ন হওয়ার ভয়ে ডাক্তারের কাছে যেতে চাননা। বিষয়টি সত্যি বিপদজনক সবার জন্য। সরকার করোনায় আক্রান্ত রোগী আর মৃতের সংখ্যা প্রকাশ করলেও হিসাবটি শুধু পরীক্ষিতদের। যাদের পরীক্ষা করা হয়নি তাদের সংখ্যাটি কত জানার উপায় নেই। মানূষও ভাবছে, করোনা চলে গেছে। আর কিছু হবেনা তাই,স্বাস্থ্য বিধি না মেনেই অবাধ চলাফেরা করছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে করোনা একট শক্তিশালী ভাইরাস এবং এখনো কোন প্রতিশেধক অবিস্কার করা যায়নি। এই ভাইরাস চলেও যাবেনা, স্থায়ীভাবে থেকে যাবে পৃথিবীতে। করোনা এড়াতে নিয়ম মেনেই চলতে হবে সকলকে। কয়েকটি দেশে ভেক্সিন আবিস্কার হলেও এখনো পর্যন্ত শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। ২০২১ সালে আগে কার্যকারি ভেক্সিন পাওয়া যাওয়ার সম্ভাবনাও ক্ষীন। ইতিমধ্যে নতুন করে সংক্রমন দেখা দিয়েছে কয়েকটি দেশে। সেপ্টম্বরে আরও একবার সংক্রমন বৃদ্ধির হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশে ও সরকার বার বার একই হুঁশিয়ারি দিচ্ছে কিন্ত, দেশের মানূষ তা মান্য করছে মনে হয়না। যে কারনে, অনেক দেশে সংক্রমন কমেছে কিন্তু মৃতের সংখ্যাটি বেড়েছে। কারন যাদের করোনা হয়েছে তাদেরকে সুস্থ্য করা যায়নি। বাংলাদেশে মৃতের সংখ্যা কম দেখালেও সংক্রমন বৃদ্ধি পেয়েছে। সঠিক তথ্যটি জানা যাচ্ছেনা করোনা সংক্রমিত হওয়ার সংবাদ গোপন রাখার কারনে। কেউ জানাতে চায়না লোকে জানার ভয়ে।
বাংলাদেশে করোনায় সংক্রমনের সঠিক সংখ্যাটি জানা না গেলেও করোনা নিয়ে মানূষের ভাবনাটি বিপদজনক। রাজনীতি পছন্দ করেননা অনেকেই কিন্ত, দেশের মানূষকে নিরাপদ রাখাতে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিকভাবেই। সংক্রমন বৃদ্ধি পেলে রাজনৈতিক সমালোচনা হবে সবার মূখে। যিনি রাজনীতি পছন্দ করেননা, তিনিও বলবেন ” সরকার দায়ী”। তাই বিনীতভাবে সকলের প্রতি আবেদন রাজনীতি পছন্দ করুন আর না’ই করুন, স্বাস্থ্য বিধি মেনে চলুন। নিজে সুস্থ্য থাকুন, অন্যকে সুস্থ্য থাকতে সহায়তা করুন।
আজিজুর রহমান প্রিন্স
টরেন্টো, কানাডা
৮ সেপ্টম্বর ২০২০।