বিনোদন ডেস্কঃ এখন থেকে দলবদ্ধ হয়ে নয় বরং একক ক্যারিয়ারে নজর দেবেন বিশ্বজুড়ে পরিচিত কোরিয়ান পপ সুপারব্যান্ড ‘বিটিএস’ ব্যান্ডটির সদস্যরা। গতকাল বুধবার (১৫ জুন) কোরিয়ান টাইমসের এক প্রতিবেতদন থেকে এ তথ্য জানা যায়।
গেল সোমবার (১৩ জুন) বিটিএস-এর প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। ঠিক ৯ বছর আগে যাত্রা শুরু হয়েছিল ব্যান্ডটির। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গত ১০ জুন মুক্তি পেয়েছে ব্যান্ডটির নতুন অ্যালবাম ‘প্রুফ’। সংকলিত এই অ্যালবামটিতে জায়গা পেয়েছে ২৮টি গান। এর টাইটেল ট্র্যাক ‘ইয়েট টু কাম’ গানটি ব্যান্ডের বিগত সময়গুলোর যাত্রাকে উপস্থাপন করে যা ইতোমধ্যে রেকর্ড ৩০ লাখের বেশি কপি বিক্রি হয়েছে।
ব্যান্ডটির ‘ফিস্টা’ নামক বার্ষিক একটি ডিনার পার্টিতে গত মঙ্গলবার (১৪ জুন) ব্যান্ডটির অন্যতম সদস্য আরএম ব্যান্ডটির বিচ্ছেদের ঘোষণা দেন। তিনি বলেন, আমি সব সময় অন্য ব্যান্ডদের থেকে আলাদা করে ভেবেছি বিটিএস’কে। কিন্তু কোরিয়ান পপ (কে-পপ) ও আইডল পদ্ধতির সমস্যা হচ্ছে, এটা কখনোই পরিণত হতে দেয় না। আপনাকে এ জন্য সব সময় গান করতে হবে এবং কিছু না কিছু করতেই হবে।
বিটিএসের সদস্য জিমিন বলেন, এখন আমাদের নতুন ভাবনা শুরু হলো। কী ধরনের শিল্পী হিসেবে ভক্তরা আমাদের মনে রাখবে। বিটিএস-এর ভক্তরা নিজেদের ‘আর্মি’ নামে পরিচয় দেন। এত দিন ধরে সমর্থন জানানোর জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জিমিন আরও বলেন, এখন আমাদের নিজেদের আত্মপরিচয় খুঁজতে হবে, যা ক্লান্তিকর ও দীর্ঘ এক প্রক্রিয়া।
আরেক সদস্য সুগাও বলেন, আমরা এখন আলাদা হয়ে যাব। মূলত ব্যান্ডের সদস্যের একক ক্যারিয়ার এগিয়ে নিতেই এ সিদ্ধান্ত বলে জানানো হয়।
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে নাচে-গানে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করে সাত তরুণের বিটিএস ব্যান্ডটি। গান বিক্রি, স্ট্রিমিং এবং ডাউনলোড মিলে ২০২১ সালে বিশ্বের সফল সংগীতশিল্পী হিসেবে ‘গ্লোবাল রেকর্ডিং আর্টিস্ট অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছে এই ব্যান্ড।