দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্তকে ২৪ লাখ রুপি জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ওভাররেটের কারণে তাকে এই জরিমানা করা হয়েছে। এর আগের ম্যাচেই ১২ লাখ টাকা জরিমানা হয়েছিলো তার। একই ভুল আবারো করায় এবার দিল্লি অধিনায়ককে দ্বিগুণ পরিমাণ জরিমানা করা হয়েছে।
পন্তের পাশাপাশি একাদশে থাকা বাকি সদস্যদেরও ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা হয়েছে। একাদশে থাকা সকল খেলোয়াড়ের পাশাপাশি ইমপ্যাক্ট প্লেয়ারকেও এই জরিমানা বহন করতে হয়েছে।
বোর্ডের বিবৃতি অনুযায়ী, দিল্লির অধিনায়ক পান্তকে ২৪ লক্ষ রূপি জরিমানা করা হয়েছে। বাকি সদস্যদের ৬ লক্ষ রূপি বা ম্যাচ ফি-র ২৫ শতাংশের মধ্যে যেটি কম হবে, সেই টাকা জরিমানা দিতে হবে। এই নিয়ে এই আসরে দু’বার নিয়ম ভাঙার জন্য পান্তকে এত বড় শাস্তি পেতে হচ্ছে।
দল হিসেবে বিশাখাপত্তমে অবশ্য বেশ বাজে দিনই পার করেছিল ঋষভ পান্তের দল। চলতি আসরেই আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। তাদের ২৭৭ রানের সেই রেকর্ড প্রায় ভেঙে দেওয়ার পথেই ছিল কলকাতা নাইট রাইডার্স।
পুরো ম্যাচেই দিল্লির বোলারদের শাসন করেছে কলকাতা। সুনীল নারিন ও অংক্রিশ রঘুবংশীর ঝোড়ো ব্যাটিংয়ে এক ইনিংসে আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড হয়ে গেছে। জোড়া ফিফটিতে নির্ধারিত ওভার শেষে দিল্লি ক্যাপিটালসকে ২৭৩ রানের লক্ষ্য দেয় কলকাতা। এ নিয়ে এক মৌসুমে দুবার ২৫০-এর বেশি রান এই প্রথমবার দেখা গেল।
জবাবে বৈভব অরোরা এবং বরুণ চক্রবর্তীর নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬৬ রানেই গুটিয়ে যায় দিল্লির ইনিংস। এদিন কেকেআরের হয়ে চলতি আইপিএলে প্রথমবার উইকেটের দেখা পেয়েছেন মিচেল স্টার্ক।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম