নারায়নগন্জ প্রতিনিধি ( মোঃ শফিকুল ইসলাম ) নারায়নগন্জ এ ব্যাপক – উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে চলছে হিন্দু সম্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বানূ অর্চনা, বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পুজা পালিত হচ্ছে। হিন্দুদের এ পুজা কে ঘিরে নারায়নগন্জ এ বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে চলছ নানা আয়োজন।
রবিবার ( ১০ ফেব্রুয়ারি ) সকাল থেকে স্কুল, কলেজে সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পাড়া মহল্লায় বাড়ীতে সংখ বাজিয়ে উল ধ্বনি দিয়ে ও অন্জলি প্রদানের মাধ্যমে সরস্বতী পুজা শুরু হয়।সবখানেই চলছে উৎসবের আমেজ।এ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান গুলো কে বর্নিল সাজে সাজানো হয়েছে।
সোয়া নয়টায় নগরীর রামকৃষ্ণ মিশনে শ্বেতশুভ্র বাসানা জ্ঞানদায়ীনি দেবী সরস্বতীর পুজা অর্চনার মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়।দেবীর সামনে ‘ হাতে খড়ি’ দিয়ে ছোট শিশুদের বিদ্যা চর্চার সুচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ, দেওভোগ সাধু নাগ মহাশয়, আশ্রয়ের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য, বিশিষ্ট ব্যাবসায়ী আমল পোদ্দার প্রমুখ।
মা সরস্বতীর কাছে ভক্তদের প্রর্থনা, মা যেন অসীম বিদ্যা বুদ্ধি দান করেন।যাতে করে বিদ্যা অর্জন করে দেশ ও জাতির কল্যানে নিজেদের আত্মনিয়োগ করতে পারে।