টাইব্রেকার রোমাঞ্চে উয়েফা সুপার কাপের নতুন চ্যাম্পিয়ন হলো ম্যানচেস্টার সিটি। বুধবার (১৬ আগস্ট) রাতে গ্রিসের রাজধানী অ্যাথেন্সের কারাইসকাকিস স্টেডিয়ামে সেভিয়ার বিপক্ষে ৫-৪ গোলের ব্যবধানে সুপার কাপ জয়ের উল্লাসে মাতে সিটিজেনরা।
ম্যাচের শুরুতে সেভিয়া এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতায় ফিরে আসে ম্যানচেস্টার সিটি। এরপর শিরোপা নিষ্পত্তি করতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে পেনাল্টি শুটআউটের রোমাঞ্চে উয়েফা সুপার কাপের নতুন চ্যাম্পিয়ন পেপ গার্দিওলার দল।
খেলার প্রথমার্ধে সেভিয়াকে এগিয়ে দেন ইউসেফ এন নেসিরি। এরপর দ্বিতীয়ার্ধে সিটিকে সমতা ফেরান কোল পালমার। এতে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতায় শেষ হয়। উয়েফার নতুন নিয়ম অনুযায়ী, অতিরিক্ত ৩০ মিনিটের পরিবর্তে সরাসরি খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ গোলের ব্যবধানে সুপার কাপ জিতে নেয় ম্যানচেস্টার সিটি।
ম্যানসিটির হয়ে টাইব্রেকারে জাল কাঁপান আর্লিং হলান্ড, হুলিয়ান আলভারেজ, মাতেও কোভাচিচ, জ্যাক গ্রিলিশ ও অধিনায়ক কাইল ওয়াকার। সেভিয়ার হয়ে প্রথম চারটি শটে সফল হন লুকাস ওকাম্পোস, রাফা মির, ইভান রাকিতিচ ও মন্তিয়েল। কিন্তু শেষ শট নেওয়া গুলেদি ব্যর্থ হন। তার উঁচুতে নেওয়া কিক বারে লেগে ফিরতেই উৎসবে মেতে ওঠে সিটি।
ডিবিএন/এসই/ এমআরবি