জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ খুলনার পাইকগাছায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষকা নির্বাচিত হয়েছেন উপজেলার ১৪ নং বিজিপি শামুকপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ নাজিরা আক্তার। ৫ সেপ্টেম্বর মঙ্গলবার তাঁকে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষকা হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।
মোছাঃ নাজিরা আক্তার এ নিয়ে দ্বিতীয়বার পাইকগাছা উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষকা নির্বাচিত হয়েছেন। এর আগে ২০১১ সালে তিনি শ্রেষ্ঠ প্রধান শিক্ষকা হিসেবে নির্বাচিত হন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বিষয় ভিত্তিক জ্ঞান, শৃঙ্খলা, দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা, শ্রেণিকক্ষে পাঠদানে নিয়মানুবর্তিতা, সৃজনশীল উদ্যোগ, বিদ্যালয়ের কাজে দক্ষতা ও আর্থিক শৃঙ্খলা যাচাই-বাছাই করে লায়লা হক’কে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষকা নির্বাচিত করা হয়েছে।
মোছাঃ নাজিরা আক্তার ১৯৮৯ সালে কেডিএস মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯১ সালে এইচএসসি ও ১৯৯৩ সালে বিএ(সম্মান) পাইকগাছা কলেজ এবং ১৯১১ সালে দারুল এহসান বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন। তিনি ১৯৯৩ সালে লতার ধলাই সপ্রবি সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৯৯ সালে প্রধান শিক্ষক পদে পরীক্ষা দিয়ে ১৪ নং বিজিপি শামুকপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে এখনও পর্যন্ত কর্মরত রয়েছেন। তিনি অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা ও শিক্ষার মান উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া বিদ্যালয়ে বিভিন্ন উন্নয়ন মূলক ও সৃজনশীল কাজের মাধ্যমে ইতোমধ্যে তিনি যথেষ্ঠ সুনাম কুড়িয়েছেন।
এদিকে, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষকা নির্বাচিত হওয়ায় মোছাঃ নাজিরা আক্তার কে কপিলমুনি ক্লাস্টার থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে ১২টায় উপজেলা সদরস্থ শহীদ গফুর সপ্রবি মিলনায়তনে সহকারী উপজেলা শিক্ষা অফিসার শেখ ফারুখ হোসেনের উপস্থিতিতে এসময়ে আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান, সেলিনা আক্তার, অজয় রায়, লক্ষণ চন্দ্র মন্ডল, প্রসেনজিৎ কুমার, খুরশিদা আক্তার, ছন্দা ঘোষ, গোপাল চন্দ্র মন্ডল, জিএম মিজানুর রহমান, পিনাকী সাধু, সুজিত মন্ডল সহ কপিলমুনি ও লতা ইউনিয়নের প্রধান শিক্ষক বৃন্দ।
*** আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১:০৯ | সোমবার ***
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি