মোঃলোকমান হোসেন,যশোর জেলা প্রতিনিধি:-যশোর বাঘারপাড়ায় উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই নিয়ে আওয়ামী লীগের দুই মনোনয়ন প্রত্যাশির সমর্থকদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়েছে।রবিবার ৩ই ফেব্রুয়ারি)উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা চলাকালে এ সংঘর্ষের সৃষ্টি হয়।সংঘর্ষে কমবেশি দশজন আহত হয়েছেন।আহতদের কয়েকজন বাঘারপাড়া হাসপাতালে চিকিৎসাধিন আছে।
দলীয় সূত্রে জানা গেছে,রবিবার সকালে বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শুরু হয়।সভার প্রধান বিষয় ছিলো উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাছাই।সাড়ে এগারোটা থেকে দলীয় কার্যালয়ে নেতা কর্মীদের ভিড় বাড়তে থাকে। এ সময় মনোনয়ন প্রত্যাশি রাজিব রায়ের সমর্থকরা দলীয় কার্যালয়ের পাশে আধিপাত্য বিস্তারের চেষ্টা চালায়।তারা অপর মনোনয়ন প্রত্যাশি দিলু পাটোয়ারি সমার্থকদের সেখান থেকে সরিয়ে দেওয়া চেষ্টা করে।এ সময় দুই পক্ষে সংঘর্ষ বাধে।সংঘর্ষে রাজিব রায় সমর্থিত রাজু আহাম্মেদ(৩৫)ও সোহাগ(৩৫)আহত হয়।রাজু মীর্জাপুর গ্রামের কাইয়ুম আলীর ছেলে।সোহাগ আজমপুর গ্রামের উকিল সরদারের ছেলে।আহত দুইজন বাঘারপাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছে।এছাড়াও একই পক্ষের জুয়েল,রুবেল,সুব্রত, উজ্জলসহ কয়েকজন আহত হয়। তারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
অন্যদিকে বর্ধিতসভায় প্রার্থী চুড়ান্ত করতে পারেননি দলের সভাপতি ও সাধারণ সম্পাদক।সভা চলাকালে দলীয় মনোনয়নের জন্য ১১ জন প্রার্থী ইচ্ছা পোষণ করেন।তারা হচ্ছেন মঞ্জুর রশিদ স্বপন,দিন মোহাম্মদ দিলু পাটোয়ারি,আবু বক্কর শিকদার, হাসান আলী, রাজিব রায়,গোলাম ছরোয়ার, এ্যাডঃ ইদ্রিস আলী,আজগর আলী,আব্দুর রউফ মোল্ল্যা, জয়নাল আবেদিন ও নাজমুল ইসলাম কাজল।
এ বিষয়ে বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিক্কার আলী(জুলু) জানিয়েছেন ১১ জন প্রার্থীকে সমঝোতার সুযোগ দেওয়া হয়েছিলো তারা মিলতে পারেননি। তাদের দুইদিনের সুযোগ দেওয়া হয়েছে।এর মধ্যে তারা মিলতে না পারলে আগামি শনিবার সিদ্ধান্ত নেওয়া হবে।বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন জানিয়েছেন,দলের অভ্যন্তরীন কোন্দল ঘটনার সময় দুই একজনের মধ্য ধাক্কা ধাক্কি হয়েছে,তা নিষ্পত্তি হয়েছে।তবে থানায় কেউ অভিযোগ দেয়নি।বর্ধিত সভায় সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রণজিৎ কুমার রায়(এমপি)।তিনি বলেন বর্ধিত সভায় মিছিলে আসার সময় মিছিলের ভিতর ধাক্কা ধাক্কি হয়েছে।এছাড়া বড় রকমের কোন ঘটনা ঘটেনি।