আগামীকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) থেকে দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, আগামীকাল মঙ্গল ও বুধবার দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে তাপমাত্রাও কমতে পারে।
আজ সোমবার (২৩ ডিসেম্বর) আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার ও বুধবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপ হিসেবে একই এলাকায় অবস্থান করছে এবং এটি গুরুত্বহীন হয়ে পড়েছে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ এক পূর্বাভাসে জানিয়েছেন, আজ দেশে শীত একটু কম। কোথাও শৈত্য প্রবাহ নেই। আগামী ২ দিন বৃষ্টির পর আবারো তাপমাত্রা কমতে শুরু করবে। তখন শীত বাড়তে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস।
আজ ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১১:৩৭ | বুধবার
ডিবিএন/এসই/ এমআরবি