রাজধানীর উত্তরা থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান ও গায়ক-সুরকার-সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রোববার দিবাগত রাতে (৪ নভেম্বের-সোমবার) তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরবর্তীতে আজ সোমবার দুপুরে তাকে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় পুলিশ।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় উত্তরার পূর্ব থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন তাপস। রোববার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের একমাত্র সংগীতভিত্তিক টিভি চ্যানেল গানবাংলায় ভাঙচুর করা হয়। অনেকের মতে আওয়ামীলীগ সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি সর্বমহলেরই জানা। সে কারণেও হয়তো বিক্ষুব্ধ জনতা চ্যানেলটিতে ধ্বংসযজ্ঞ চালিয়ে থাকতে পারে।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৫৩ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি