নিজস্ব প্রতিবেদকঃ আজ শনিবার সকালে রাজধানীর উত্তরা ১২ নং সেক্টর এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ হাজার পিস মাদক ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।
আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
এদিকে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃত ৩ জন হলো- এবি সিদ্দিক (৫৩), আলমগীর হোসেন (৩২) এবং লিটন বিশ্বাস (৪০)। অভিযানে তাদের কাছ থেকে ৪ হাজার ৩৫৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদকের কাজে ব্যবহৃত ১টি হিরো হাঙ্ক মডেলের মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
উত্তরা পশ্চিম থানা জানায়, থানা পুলিশের একটি টিম ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন উত্তরা পশ্চিম থানাধীন ১২ নম্বর সেক্টরস্থ ৪ নং রোডের ৫৭ নং বাসার মেইন গেইটের সামনে উল্লেখিত ৩ জনকে দেখে সন্দেহ করে। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদসহ তল্লাশী চালায়। ওই সময়ে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, দেশের বিভিন্ন জায়গা এবং রাজধানীর বিভিন্ন স্থান থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা শহর ও উত্তরার বিভিন্ন এলাকায় তারা বিক্রয় করে থাকে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।