আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরাখণ্ডে একটি বাস উল্টে খাদে পড়ে অন্তত ২৫ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। কমপক্ষে ৬ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল রবিবার (৫ জুন) মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে যমুনাত্রীর দিকে যাচ্ছিল বাসটি। অন্তত ২৮ তীর্থযাত্রী ছিলেন বাসটিতে। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।
ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, উত্তর কাশীর ডামটায় যমুনাত্রী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ২০০ মিটার গভীর খাদে উল্টে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।
রাজ্য পুলিশের কর্মকর্তা অশোক কুমার বলেন, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে এখন পর্যন্ত ৬ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী দুর্ঘটনার কবলে পড়া তীর্থযাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। নিহতদের পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ। তবে পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে তারা জানায়।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘটনার পরপরই এক টুইট বার্তার মাধ্যমে শোক প্রকাশ করে জানিয়েছেন, প্রতি মুহূর্তে উত্তরাখণ্ড সরকারের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ রাখছেন। আহতদের চিকিৎসায় সবরকম ব্যবস্থা করা হয়েছে।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।