মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর নুরে মদিনা সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা নতুন বই হাতে পাওয়ার আনন্দে উল্লাসিত মহা খুশি।
বছরের শুরুতে সারাদেশের ন্যায় উজানচর নুরে মদিনা সুন্নিয়া ও হাফেজিয়া মাদ্রাসায় ও এতিমখানা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে ১ম শ্রেণী হইতে ৫ম শ্রেণির নতুন বই।
অত্র মাদ্রাসার সভাপতি হাসান মোক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কল্যাণপুর হাজী আব্দুল হালিম আদর্শ দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম সালেহী তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টার কারণে বছরের শুরুতেই সারা দেশে বই বিতরণ সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের পড়াশুনার প্রতি মনোযোগী হওয়ার জন্য তিনি আহবান জানান। তিনি মাদ্রাসার মান বৃদ্ধিতে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় আরো উপস্হিত ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো.নজরুল ইসলাম, উজানচর কে এন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুফতি ইব্রাহিম খলিলুল্লাহ,অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা নুরমোহাম্মদ আল-ক্বাদরী,সহকারি শিক্ষক মাওলানা উসমান গণি আল ক্বাদেরী,বাঞ্ছারামপুরের বিশিষ্ট ব্যবসায়ী সানা উল্লা ভান্ডারী,ঝগড়ারচর গ্রামের সমাজ সেবক আব্দুল কাদির জিলানী, ছাত্রদের অভিভাবকগণ ও এলাকার ব্যাক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করে ছাত্রদের সুস্বাস্থ্য কামনা করে সবার জন্য দোয়া করা হয়। পরে ছাত্রদের হাতে নতুন বই তুলে দেন অতিথিগণ। সকল শিক্ষার্থী নতুন বই হাতে পেয়ে মহা খুশি এবং পরিশেষে সবার মাঝে তাবারুক বিতরণ করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।