ভিআইপি ও ভিভিআইপি প্রোটোকল নিয়ে বিভ্রান্তি দূর করতে আদেশ দিলেন দেশের উচ্চ আদালত। আদালত বলেছেন, সুপ্রিম কোর্টের বিচারপতিসহ সাংবিধানিক পদাধিকারীদের আগের মতোই প্রোটোকল দিতে হবে। এ বিষয়ে জেলা প্রশাসন, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদেরও নির্দেশ দেয়া হয়েছে।
এর কয়েক দিনের মাথায় হাইকোর্টের এক বিচারপতির জন্য ভিআইপি প্রোটোকল দিতে চিঠি দেয় সুপ্রিম কোর্টে। যা ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বুধবার (০৭ আগস্ট) এ নিয়ে এক রিটের আদেশে আদালত বলেছেন, সাংবিধানিক পদধারীদের আগের মতোই প্রোটোকল দিতে হবে।
রিটকারীর আইনজীবী ইকরামুল হক বলেন, সাংবিধানিক পদধারী ব্যক্তিগণ পূর্বে যেভাবে প্রোটোকল পেতেন হাইকোর্ট ব্যক্ত করেছেন তাদেরকে আগের মতোই যেন প্রোটোকল দেয়া হয়।
ভিআইপি ইস্যুতে হাইকোর্টের আগের মন্তব্য কোনো আদেশ নয় বলেও জানান আইনজীবীরা।
ভবিষ্যতে আদালতের আদেশ নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরো সতর্ক হতে বলেছেন উচ্চ আদালত।