ডিবিএন ডেস্কঃ দেশে চলমান চলমান বিধিনিষেধ উপেক্ষা করেই ঈদ সামনে রেখে রাজধানী ছাড়ছেন মানুষজন। সকাল থেকেই নগরীর বিভিন্ন পয়েন্টে দেখা যায় ঘরমুখো মানুষের ভিড়। ঈদুল ফিতর অতি সন্নিকটে। লকডাউনে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় ভেঙ্গে ভেঙ্গে বা বিকল্প উপায়ে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই পায়ে হেঁটেই রওনা দিয়েছেন যার যার গন্তব্যে। বাড়িফেরার এ যাত্রায় দেখা যায়নি স্বাস্থ্যবিধি মানার বালাই।
রাস্তায় পথচারী কয়েকজন জানান, রাস্তায় গাড়ি নেই। বাড়ি যেতেই হবে সেজন্য পায়ে হেঁটে রওয়ানা হয়েছি। একই সঙ্গে বাড়তি খরচ হচ্ছে।
চলমান বিধিনিষেধের মধ্যেই ভোর থেকেই ঘরমুখ মানুষের চাপ বেড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। ঈদের মধ্যে আরও ভিড় বাড়ার আশঙ্কায় আগেই ঢাকা ছাড়ছেন জনসাধারণ।
এ বিষয়ে ঘাট কর্তৃপক্ষ জানায়, ভোর থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঈদে ঘরে ফেরা মানুষ ও যানবাহন ঘাট এলাকায় আসতে থাকে। এতে সকাল সাড়ে ৮টার দিকে ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় যানবাহন ও যাত্রী পারাপারের জন্য বড় ৬টি ও ছোট ৪টি ফেরি নিয়োজিত রাখা হয়েছে। তবে যানবাহন ও যাত্রীর সংখ্যা বাড়লে ফেরি সংখ্যাও বাড়বে। সকাল সাড়ে ৮টার দিকে ৫ শতাধিক প্রাইভেটকারসহ ছোট যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।
প্রসঙ্গত, ইসলাম ধর্মাবলম্বীদের দুটো সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি হলো ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস রোজা রাখা বা সিয়াম সাধনার পর মুসলমানেরা এই দিনটি ধর্মীয় কর্তব্যপালনসহ খুব আনন্দের সাথে পালন করে থাকে। তাইতো নগরবাসী প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এরকম কষ্টকর উপায়গুলোর মাধ্যমে ঘরে ফিরে যাচ্ছে।