বরগুনা জেলার বামনা উপজেলায় ডৌয়াতালায ইউনিয়নের খুচনি চোরা গ্রামে এক শিক্ষার্থী ইদের পোশাক কিনতে না পেরে মা বাবার সাথে অভিমান করে বিষ পানে আত্মহত্যা করেছে। শিক্ষার্থী ঐ গ্রামের জালাল উদ্দিনের মেয়ে এবং ভাইজোড়া মাহমুদিয়া দাখিল মাদ্রাসার এসএসসি পরীক্ষার্থী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় শিক্ষার্থী গত মঙ্গলবার সকালে বাবা-মায়ের কাছে ঈদের পোশাক কেনার জন্য দাবি জানান এবং টাকা পয়সা চাই। মা বাবা দিতে অস্বীকার করলে।অভিমান করে ঘরে থাকা কীটনাশকপান করে রুমের মধ্যে শুয়ে থাকে। মা মেয়েকে দেখতে না পেয়ে তার রুমে গিয়ে দেখে পায় অচেতন অবস্থায় পড়ে আছে।। পরে উদ্ধার করে বামনা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় গত মঙ্গলবার দিবাগত রাতে মারা যায়। শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ তার বাড়িতে ও এলাকায় পৌছনোর পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে।
বামনা থানার অফিসার ইনচার্জ মো. মাইনুল ইসলাম জানান, বরিশাল কোতয়ালি থানার মাধ্যমে লাশের ময়নাতদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
এলাকার ইউপি সদস্য মো. আবু সালে জানান, তার এই মৃত্যুর সংবাদ এলাকায় পৌছার সাথে সাথে এলাকায় শোকের মাতাম চলছে। ঈদের পোশাক না পেয়ে একজন শিক্ষার্থীর এভাবে আত্মহত্যা মেনে নেওয়া যায় না। আমাদের এলাকায় এই ধরনের ঘটনা এই প্রথম শুনলাম।
ডিবিএন/এসডিআর/ মোস্তাফিজ বাপ্পি