পাকিস্তানের ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে কর্মরত দুই কর্মী নিখোঁজ। সকাল থেকেই তারা নিখোঁজ। সূত্রের মাধ্যমে জানা গেছে, ওই দুই কর্মী সোমবার সকালে ৮টা নাগাদ বাড়ি থেকে কাজের জন্য বাইরে বেরিয়েছিলেন, তার পর থেকেই ওই দুজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। ওই দুই কর্মী সিআইএসএফের ড্রাইভার। দুজনই পাক হাই কমিশনের ভিসা বিভাগে কাজ করতেন। এই ঘটনায় পাকিস্তানের কাছে অভিযোগ জানিয়েছে ভারত।
এদের বিরুদ্ধে কিছু মিথ্যা অভিযোগ আরোপ করার জন্যেই তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার সকালে কিছু কাজের জন্য বেরিয়েছেন এই দুই কর্মী। যখন তারা নির্দিষ্ট গন্তব্যস্থলে যান নি, তখনই সবার টনক নড়ে। কিছু সময় পরে দূতাবাসের কর্মীরা নয়াদিল্লিতে বিদেশমন্ত্রক ও ইসলামাবাদে পাক ফরেন মিনিস্ট্রিতে এই কথা জানান।
জানা গেছে, গত কয়েকদিন ধরেই ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের অফিসারদের কেউ বা করা ফলো করছিল। তাদেরকে নানান ভাবে উত্তক্ত্য করা হচ্ছে। এই নিয়ে গত মার্চ মাসে মোট ১৩টি এরকম ঘটনা নিয়ে অভিযোগও জানিয়েছিল ভারত। কয়েকদিন আগেই ভারতীয় হাই কমিশনের চার্জ ডি’অ্যাফেয়ার্স গৌরব আলুওয়ালিয়ার গাড়িকে একটি বাইক নিয়ে ফলো করে আইএসআই। অস্থায়ী হাইকমিশনার গৌরব আহলুওয়ালিয়ার বাড়িতেও নিজেদের সংখ্যা বাড়িয়েছে আইএসআই। বিভিন্ন ক্ষেত্রে তাঁর সঙ্গে খুব রুঢ় ভাবে কথা বলা হয়েছে।
উল্লেখ্য, গত ১ জুন দিল্লিতে চরবৃত্তি করার জন্য হাই কমিশনের দুই কর্মী ধরা পড়ে। তাদেরকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়।