ইসরায়েলের জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। চার বছরেরও কম সময়ের মধ্যে পঞ্চম নির্বাচন দেখছে ইসরায়েল। আজ মঙ্গলবার (১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে রাত ১০টা পর্যন্ত। খবর আল জাজিরার।
সবকিছু ছাপিয়ে আলোচনায়, আবারও কি মসনদে ফিরছেন এক যুগ ক্ষমতায় থাকা বেনিয়ামিন নেতানিয়াহু? এবারের ভোটাভুটিকে অনেকেই দেখছেন লিকুদ পার্টি নেতার পক্ষে-বিপক্ষে আস্থা ভোট হিসেবে।
সবশেষ জনমত জরিপ অনুসারে, ১২০ আসনের পার্লামেন্টে ৬০টির বেশি আসন পেতে পারে বেনিয়ামিন নেতানিয়াহুর জোট। লিকুদ ছাড়াও সেই জোটে রয়েছে কট্টরপন্থী শাসক এবং ইউনাইটেড তোরাহ জুদায়িজম।
মূলত, ইসরায়েলি জাতীয় মতাদর্শ নিয়েই ভোটের লড়াই জিতে আসছে দলগুলো। পূর্বাভাস অনুসারে, নেতানিয়াহু বিরোধী জোট পেতে পারে ৫৬টি আসন। বাকি ৪ আসন জুটবে আরব-রাজনৈতিক দলের ভাগ্যে। অবশ্য, গত চার মাসের শাসনে ইয়ার লাপিদ প্রশাসনের ব্যাপারেও সন্তুষ্ট ইহুদিরা। কারণ মার্কিন প্রেসিডেন্টের নির্বিঘ্ন সফর, স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদকে দমন এবং লেবাননের সাথে সমুদ্র চুক্তিতে তিনি সফল। তাই নির্বাচনের ফলাফল দ্রুত পাওয়া গেলেও সরকার গঠনে হতে পারে বিলম্ব।