আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার ৩ সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৭ জন। গতকাল শুক্রবার (২২ জুলাই) সকালে সিরিয়ার দামেস্কের কাছে এ ঘটনা ঘটেছে বলে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গোলানের দিকে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে ৩ জন সেনা নিহত হয়েছেন। এ ছাড়া আরও সাতজন আহত হয়েছেন। সিরিয়ার বিমানবাহিনী কয়েকটি ক্ষেপণাস্ত্রকে বাধা দিয়েছে।
এদিকে, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর জানিয়েছে, এ হামলায় আরও তিনজন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ১০ জন।
উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। এর পর থেকে ইসরায়েল তার প্রতিবেশী দেশের সরকারি সেনাদের পাশাপাশি ইরান-সমর্থিত বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে শত শত বিমান হামলা চালিয়েছে। তবে এসব হামলার কথা বরাবরই অস্বীকার করেছে ইসরায়েল।