ইসরায়েলের ৭০ জনের বেশি সেনা সদস্যকে হত্যা করার দাবি করেছে লেবাননের হিজবুল্লাহ। বুধবার (২৩ অক্টোবর) হিজবুল্লাহর অভিযান পরিচালনা কেন্দ্র (অপারেশনস রুম) থেকে এমন দাবি করা হয়। খবর-রয়টার্সের।
এর আগে গত সপ্তাহে ৫৫ জন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছিল ইরানপন্থী গোষ্ঠীটি। তবে এখন এই সংখ্যাটি বেড়ে ৭০ জন ছাড়াল। তবে ইসরায়েল বলছে, গত মাসে লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে সেখানে তাদের প্রায় ২০ জন সেনা নিহত হয়েছেন। এ ছাড়া উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর হামলায় ৩০ জনের বেশি বেশি নিহত হয়েছেন।
এদিকে শুধু বুধবার ইসরায়েলি হামলায় লেবাননে ২৮ জন নিহত হয়েছে। এ নিয়ে গত বছরের অক্টোবরে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে মৃতের সংখ্যা ২ হাজার ৫৭৪ জনে পৌঁছেছে। এ ছাড়া লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ লেবাননের ইয়াতের গ্রামের উপকণ্ঠ থেকে আহত লোকদের সরিয়ে নেয়ার সময় ইসরায়েলি হামলায় একজন অফিসারসহ তিন সৈন্য নিহত হয়েছেন। এদের নিয়ে গত ২৯ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত মোট ১৩ জন লেবানিজ সেনা নিহত হয়েছেন।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫৩ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি