ইসরায়েলি বিমানবাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের অন্যতম শীর্ষ কমান্ডার মুরাদ আবু মুরাদ নিহত হয়েছেন। মুরাদ গোষ্ঠীর সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের ড্রোন ও এরিয়াল অপারেশন্স বিভাগের প্রধান ছিলেন।
শনিবার এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েরের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)।
আইডিএফের সংক্ষিপ্ত সেই বার্তায় বলা হয়েছে, ‘গাজার যে গোপন ঘাঁটি থেকে ড্রোন ও অন্যান্য এরিয়াল হামলা পরিচলনা করে হামাস, শুক্রবার সেই ঘাঁটিতে হামলা চালিয়েছে (ইসরায়েলের) বিমান বাহিনী। এতে ঘটনাস্থলেই মুরাদ আবু মুরাদসহ হামাসের বেশ কয়েকজন যোদ্ধা নিহত হয়েছেন।
এ ব্যাপারে হামাস থেকে এখনও কোনো বক্তব্য আসেনি।
এদিকে গতকাল ফিলিস্তিনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ইসরায়েল। এ আলটিমেটামের সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটির ফরেন পলিসির প্রধান জোসেফ বলেন, গাজার মতো পরিস্থিতিতে ২৪ ঘণ্টার মধ্যে ১১ লাখ মানুষ সরিয়ে নেওয়ার নির্দেশনার মাধ্যমে কেবল মানবিক সংকট তৈরি ছাড়া কিছু নয়। তিনি বলেন, আমি ইউরোপীয় ইউনিয়নের অবস্থানের অফিসিয়ালি প্রতিনিধিত্ব করছি। আমি বলছি, এ সময়ের মধ্যে কোনোভাবে এত বিপুল জনগণকে সরিয়ে নেওয়া সম্ভব নয়।
এর আগে ইসরায়েলের এমন পদক্ষেপের সমালোচনা করেন নরওয়ে শরণার্থী কাউন্সিলের সেক্রেটারি জন এগল্যান্ড। তিনি বলেন, গাজার উত্তরাঞ্চল থেকে জোরপূর্বক ১১ লাখ ফিলিস্তিনিকে সরে যাওয়ার নির্দেশ যুদ্ধাপরাধ।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম