ইসরায়েলের কারাগার থেকে ৫৫ জন ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হয়েছে। তাদের মধ্যে গাজা উপত্যকার প্রধান হাসপাতালের পরিচালকও রয়েছেন। বিভিন্ন সময় তাদের এই উপত্যকা থেকে আটক করেছিল ইসরায়েলি সেনারা। খবর আরব নিউজের।
গত বছরের নভেম্বরে ইসরায়েলি বাহিনী আল-শিফা হাসপাতালে হামলা করার সময় হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সেলমিয়াকে আটক করে। ইসরায়েলির বাহিনীর দাবি, এই হাসপাতালকে সামরিক উদ্দেশে ব্যবহার করেছে হামাস। এমনকি হাসপাতাল কমপ্লেক্সের ভেতরে একটি সুড়ঙ্গ উন্মোচনের দাবি করে তারা। যদিও ইসরায়েলের এই অভিযোগ অস্বীকার করেছেন আবু সেলমিয়াসহ অন্যান্য কর্মীরা।
এদিকে দক্ষিণ গাজার নাসের হাসপাতালের পরিচালক নাহেদ আবু তাইমা, বলেছেন, আবু সেলমিয়াসহ ৫৫ জন ফিলিস্তিনি বন্দিকে সোমবার ইসরায়েলের কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। তাদের মধ্যে ৫ জন ছাড়া বাকি সবাইকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর অন্য ৫ জনকে দেইর আল-বালাহের আল-আকসা শহীদ হাসপাতালে নেয়া হয়েছে।
অন্যদিকে ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হওয়ার পর আবু সেলমিয়া বলেছেন, ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে দুর্ব্যবহার করে ইসরায়েলি কর্তৃপক্ষ। প্রতিদিন তাদের শারীরিক ও মানসিক অবমাননার শিকার হতে হয়।
উল্লেখ্য, ৯ মাসের বেশি সময় ধরে অব্যাহত ইসরায়েলি হামলায় গাজার স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ধসে পড়েছে। ছোট্ট এই উপত্যকার অধিকাংশ হাসপাতাল অচল হয়ে পড়েছে। এছাড়া অনেক হাসপাতালের কার্যক্রম সীমিত হয়ে পড়েছে। এর ফলে ইসরায়েলি বোমায় হতাহত বেসামরিক ফিলিস্তিনিদের জীবন হুমকির মুখে পড়ছে।
আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৩১ | শনিবার
ডিবিএন/এসই/ এমআরবি