অধিকৃত পশ্চিমতীরের উত্তরাঞ্চলে জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলের সেনাবাহিনীর অভিযান পরিচালনায় এখন পর্যন্ত ৯ ফিলিস্তিনির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ১৬ জনের বেশি। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোরে ইসরায়েলের শুরু করা অভিযানে হতাহতের এ ঘটনা ঘটে। খবর-আল-জাজিরার।
নিহত ৯ জনের মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত মাত্র একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ২৪ বছর বয়সি ওই ফিলিস্তিনির নাম সায়েব ইসাম ঝরেকি। তা ছাড়া নিহতদের একজন বৃদ্ধ নারী বলে জানা গেছে।
এদিকে সকাল সাড়ে ১০টা নাগাদ ১৬ জনকে জেনিন সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
“এ রকম হামলা আগে কখনও দেখা যায়নি। আগের কোনো অভিযান থেকে এত মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়নি।”
-জেনিন সরকারি হাসপাতালের প্রধান ওয়াসিম ব্যাকের
উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমে ২৯ জন ফিলিস্তিনি ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন। এর মধ্যে শিশু পাঁচজন। আর নিহতের ১৮ জনই জেনিনের।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান