গাজা সিটির শাতি ক্যাম্পে ইসরায়েলি বিমান হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়ার এক বোনসহ ১০ জন নিহত হয়েছেন। খবর-আনাদোলু এজেন্সি।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার পশ্চিম গাজা শহরের নিজ বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় হামাস গ্রুপের প্রধান ইসমাইল হানিয়াহের পরিবারের সদস্যরা, তার বোনসহ নিহত হয়েছেন। এর আগে ১০ এপ্রিল, হানিয়াহ বিচ ক্যাম্পে তাদের গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তার তিন ছেলেকে হারিয়েছিলেন এই নেতা।
সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, ইসরায়েলের দখলদার বাহিনী গাজা উপত্যকায় কয়েক দফা বিমান হামলা চালিয়ে ইসমাইল হানিয়ার পরিবারের অন্তত ১৪ সদস্যকে হত্যা করেছে।
এদিকে, কেন্দ্রীয় গাজা উপত্যকার আল-মাগাজি শরণার্থী শিবিরে বেসামরিক প্রতিরক্ষা দল ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসপ্রাপ্ত একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচে থেকে তিন শিশু এবং একজন মহিলাসহ পাঁচজনের মৃতদেহ সরিয়ে নিয়েছে।
উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। এ আগ্রাসনে এখন পর্যন্ত ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত লাখ ছাড়িয়েছে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ১:৩১ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি