মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে চলছে চলছে হাড্ডা-হাড্ডি লড়াই। নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া ফলাফলে ট্রাম্প ২৪৭টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন। আর ট্রাম্পের নির্বাচনী প্রতিপক্ষ কমলা পেয়েছেন ২১৬টি ইলেকটোরাল কলেজ ভোট।
দেশটির স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে ৫০টি অঙ্গরাজ্যে। টাইম জোনের তারতম্য থাকায় রাজ্যগুলোতে ভোটগ্রহণ ও সম্পন্ন হয় ভিন্ন ভিন্ন সময়ে। প্রথম রাজ্য হিসেবে ভোটগ্রহণ শেষ হয় ইন্ডিয়ানা ও কেন্টাকিতে।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য এবং ডিসট্রিক্ট অব কলাম্বিয়ায় মোট ৫৩৮ ইলেক্টোরাল ভোট আছে এবং এর মধ্যে যে প্রার্থী ২৭০টি ইলেক্টোরাল ভোট পাবেন তিনি নির্বাচিত বলে গণ্য হবেন। তবে গত এক বছরের জনমত জরিপ এবং অতীত নির্বাচনের আলোকে ৪৩টি অঙ্গরাজ্যের ফলাফল কী হবে তা মোটামুটি নিশ্চিত হয়ে আছে। আর ৭টি অঙ্গরাজ্যে-জর্জিয়া, উইসকনসিন, মিশিগান, পেনসিলভানিয়া, অ্যারিজনা, নেভাদা আর নর্থ ক্যারলাইনায় কে জিতবে, তা নিশ্চিত ছিল না। এই রাজ্যেগুলোকে ‘সুইং স্টেটস’ বলা হয় এবং সেখানে মোট ৯৩টি ইলেক্টরাল ভোট আছে।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:১৭ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি