সামনে পহেলা বৈশাখ, তাই বরিশালের পাইকারি বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ইলিশের দাম। দেড় কেজি ওজনের ইলিশের মণ এখন দেড়লাখ টাকা। ক্রেতারা বলছেন, দাম ক্রয় ক্ষমতার বাইরে। আর বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম হওয়ায় বাড়ছে দাম। মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, অভয়াশ্রমের বাইরে ইলিশ ধরা ও বিক্রিতে নেই কোনো বাধা।
ব্যবসায়ীরা অভিযোগ স্বীকার করে জানালেন, দাম বাড়তে থাকবে ৩০ চৈত্র পর্যন্ত। পাইকারি ইলিশ বিক্রেতা জহির সিকদার বলেন, ইলিশ ধরায় কড়াকড়ি থাকার কারণে ইলিশের আমদানি অনেক কম। দাম অনেক বেশি। গত বছরের চেয়ে কয়েকগুণ দাম বেশি।
এদিকে অভয়াশ্রমের বাইরে ইলিশ ধরা ও বিক্রিতে কোনো বাধা নেই বলে জানালেন একজন মৎস্য কর্মকর্তা। বরিশাল মৎস্য অধিদপ্তরের ইলিশ কর্মকর্তা বিমল চন্দ্র দাস বলেন, ইলিশের চাহিদা বেশি থাকার কারণে দাম বৃদ্ধি পায়। আমরা চাই ক্রেতারাও মাছ খাক, জেলেরাও লাভবান হোক।
বরিশালে পাইকারি বাজারে দেড় কেজি ওজনের ইলিশের মণ দেড় লাখ টাকা। এক কেজি একলক্ষ ও ৬শ’ থেকে ৯শ’ গ্রামের ইলিশ ৬০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।