ইরান পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে বলে অভিযোগ করেছে ইউরোপের প্রভাবশালী তিন দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। ইরানের সঙ্গে এতদিন আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলে আসলেও এবার যুক্তরাষ্ট্রের সুরে কথা বলছে তারা।
চিঠিতে তারা দাবি করে, পরমাণুবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান। এটা জাতিসংঘে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাবের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করাই ২০১৫ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবের লঙ্ঘন।
তবে পরমাণুবাহী ক্ষেপণাস্ত্র তৈরির অভিযোগ ‘মনগড়া ও ভিত্তিহীন’ বলে নাকচ করে দিয়েছে ইরান।
এদিকে ইরানের সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, ইরানি কর্তৃপক্ষ এক হাজারের বেশি বিক্ষোভকারীকে হত্যা করে থাকতে পারে।
একইসঙ্গে মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠানোরও হুমকিও দিয়েছেন যুক্তরাষ্ট্র।
২০১৫ সালের জুনে ভিয়েনায় স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে গেলেও পরমাণু অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেয় ইরান। ওবামা আমলে স্বাক্ষরিত এ চুক্তি থেকে গত মে মাসে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই বছরের নভেম্বর থেকে তেহরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহাল করে দেশটি। ইউরোপীয় দেশগুলো চুক্তি বাস্তবায়নের কথা মুখে বললেও কার্যত কোনো পদক্ষেপ এখনো নেয়নি।