আন্তর্জাতিক ডেস্কঃ ইরানে নীতি পুলিশি হেফাজতে ২২ বছরের কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত কমপক্ষে ৭৬ জন নিহত হয়েছেন। এছাড়া আটক হয়েছেন আরও ১ হাজার ২০০ জনের বেশি। গতকাল সোমবার (২৬ সেপ্টেম্বর) নরওয়ে ভিত্তিক এনজিও ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এ তথ্য জানিয়েছে।
আইএইচআর পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম বলেন, আমরা প্রতিবাদকারীদের হত্যা ও নির্যাতন বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দৃঢ় ও ঐক্যবদ্ধভাবে বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। প্রাপ্ত ভিডিও ফুটেজ এবং ডেথ সার্টিফিকেটে দেখা যায়, বিক্ষোভকারীদের ওপর তাজা গুলি ব্যবহার করা হচ্ছে।
এদিকে, বিক্ষোভকে কেন্দ্র করে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা বেড়েছে। ইউরোপীয় ইউনিয়নের ‘ব্যাপক ও অসামঞ্জস্যপূর্ণ বলপ্রয়োগের’ প্রতিবাদ করার একদিন পর জার্মানি ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। এছাড়া ব্রিটিশ ও নরওয়েজিয়ান দূতদের ডেকেছে তেহরান।
বিভিন্ন কর্মকর্তাদের উদ্ধৃত করে রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের সংখ্যা ১ হাজার ২০০ জনের বেশি। তাদের মধ্যে উত্তর মাজানদারান প্রদেশে প্রায় ৪৫০ জনসহ, প্রতিবেশী গিলানে ৭০০ জনের বেশি এবং অন্যান্য কয়েকটি অঞ্চলে কয়েক ডজনেরও বেশি মানুষ গ্রেপ্তার হয়েছে।
উল্লেখ্য, যথাযথ নিয়ম মেনে হিজাব না পরার অভিযোগে গত ১৩ সেপ্টেম্বর মাসাকে তেহরানে আটক করে ‘নীতি পুলিশ’। আটকের পর পুলিশি হেফাজতে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে তেহরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৬ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মাসার মৃত্যুকে কেন্দ্র করে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।