মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর কাছে ক্ষেপণাস্ত্র সংক্রান্ত তথ্য বিক্রির দায়ে দেশেরই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রাক্তন আধিকারিক রেজা আসগারি নামের এক ‘গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ‘ভয়েস অফ আমেরিকা’ জানিয়েছে, এ নিয়ে গত এক মাসে মার্কিন গুপ্তচর সংস্থার কাছে তথ্য পাচারের অভিযোগে দেশের দুই প্রাক্তন সরকারি আধিকারিককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করল হাসান রুহানির প্রশাসন।
ইরানের বিচার বিষয়ক বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমা-ইলি জানিয়েছেন, গত সপ্তাহে রেজা আসগারি নামে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রাক্তন আধিকারিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ২০১৬ অবসর নিয়েছিলেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আবসর নেওয়ার পরে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ’তে যোগ দেন। অর্থের বিনিময়ে ইরানের ক্ষেপণাস্ত্র সংক্রান্ত গোপন তথ্য মার্কিন গুপ্তচর সংস্থার কাছে বিক্রি করে দেন। সেই তথ্য পাচারের সময়েই তাঁকে হাতেনাতে পাকড়াও করা হয়েছিল। দেশের গোপন তথ্য শত্রু দেশের হাতে তুলে দেওয়ার অপরাধে আদালত তার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল। সেই নির্দেশ কার্যকর করা হয়েছে।
উল্লেখ্য, গত জুন মাসে জালাল হাজিজাভার নামে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরও এক প্রাক্তন কর্মকর্তাকে মার্কিন গুপ্তচর সংস্থার কাছে তথ্য পাচারের অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। চার বছর আগে ২০১৬ সালের একই অভিযোগে এক পরমাণু বিজ্ঞানীকেও ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল ইরান।
ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোস্তাফিজুর রহমান