আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের রাজধানী তেহরান সংলগ্ন আলবর্জ পর্বতমালায় তুষারঝড়ে দুর্ঘটনায় ইরানের ১০ পর্বতারোহী নিহত হয়েছেন এবং এখনো নিখোঁজ রয়েছেন আরও ৭ আরোহী।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইবি জানিয়েছে, ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। একজনকে উদ্ধার হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করে।
গত শুক্রবার বেশ কয়েকজন আলবর্জ পর্বতমালায় আটকে পড়েছেন এমন খবর সামনে আসে। এরপরই রেড ক্রিসেন্ট সেখানে ২০টি উদ্ধারকারী দল পাঠায়। প্রাথমিকভাবে ১৪ জন পর্বতারোহীকে উদ্ধার করে। তবে নিখোঁজ হন ৭ আরোহী। এরপর রাতের কারণে উদ্ধার কাজ বন্ধ করে দিতে হয় তাদের।
এদিকে আজ রোববার আবারও উদ্ধার তৎপরতা চালানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এই দুর্ঘটনার আগেই সেখানে সম্ভাব্য তুষারপাতের সতর্কতা জারি করা হয়।
এছাড়াও অভিযোগ রয়েছে, আরোহীরা যে জিপিআরএস ব্যবহার করেন, তাতে সমস্যা দেখা দিয়েছিল। রেড ক্রিসেন্টের এক সদস্য জানিয়েছে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়। সুত্রঃ বিবিসি।