ইরানের ‘কুখ্যাত’ ইভিন কারাগারে আগুন লেগে অন্তত ৮ বন্দির মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আজ সোমবার (১৭ অক্টোবর) এবিসি নিউজ এক প্রতিবেদেন এ তথ্য জানায়।
সাম্প্রতিক সময়ে কয়েক শ’ বিক্ষোভকারীকে ওই কারাগারেই পাঠানো হয়েছিল। এ ছাড়া রাজনৈতিক বন্দি, সাংবাদিক, বিদেশি নাগরিকদের আটকে রাখার কারণে এই কারাগারের বিশেষ পরিচিতি রয়েছে।
জানা গেছে, গত শনিবার রাতে কারাগারের একটি ওয়ার্কশপে বন্দিদের মধ্যে মারামারির পর আগুন লাগে। এমনকি সেখানে গুলি এবং বিস্ফোরণের শব্দও শোনা গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
উল্লেখ্য, পশ্চিমা মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই এভিন কারাগারের সমালোচনা করে আসছে। এ ছাড়া কারাগারটিতে নির্যাতন, দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ এবং তার চিকিৎসা দেওয়া হয় না বলেও অভিযোগ রয়েছে।