ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাবি এশকেনাজি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু সক্ষমতাকে তেল আবিব নিজের জন্য বিরাজমান হুমকি বলে মনে করে এবং এই হুমকি বন্ধে তারা যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে।
গাবি এশকেনাজি আরো বলেছেন, “ইসরাইলের বিভিন্ন প্রশাসন দীর্ঘদিন ধরে একই নীতি অনুসরণ করে এসেছে এবং সেটি হচ্ছে যে, ইরানের কোনো পরমাণু সক্ষমতা থাকতে পারবে না। সেই কারণে আমরা ইরানের বিরুদ্ধে অঘোষিত ব্যবস্থা নিয়ে থাকি।”
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনার একটি নির্মাণাধীন শেড দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ার কয়েকদিন পর এই বক্তব্য দিলেন। এ দুর্ঘটনার কারণ ইরান এখনো সরকারিভাবে ঘোষণা করে নি।
ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশের নাতাঞ্জ শহরের কাছে অবস্থিত এই পরমাণু স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা হয়। স্থাপনাটি রাজধানী তেহরান থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
গত বৃহস্পতিবার সকালে নাতাঞ্জ পরমাণু স্থাপনার নির্মাণাধীন একটি শেডে দুর্ঘটনা ঘটলেও কোনো হতাহতের ঘটনা ঘটে নি এবং কোন তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে নি। এতে নতুন পরমাণু স্থাপনার কার্যক্রমেও কোনো বিঘ্ন সৃষ্টি হয় নি। সুত্রঃপার্সটুডে।