পশ্চিম এশিয়ার দেশ ইয়েমেনে নৌকাডুবির ঘটনায় ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন ১৪০ জন যাত্রী। স্থানীয় সময় সোমবার (১০ জুন) দেশটির লোহিত সাগর উপকূলবর্তী বন্দর শহর এডেনে এ ঘটনা ঘটে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, সোমবার দক্ষিণাঞ্চলীয় শাবওয়াহ প্রদেশে ২৬০ জনকে বহনকারী একটি নৌকা ডুবির ঘটনায় কমপক্ষে ৪৯ জন অভিবাসী মারা গেছে এবং ১৪০ জন নিখোঁজ রয়েছে। নিহতদের মধ্যে ৩১ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। অভিযাত্রীদের সবাই আফ্রিকার ‘হর্ন অব অফ্রিকা’ অঞ্চলের চার দেশ ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি ও সোমালিয়ার বাসিন্দা।
আইওএম মঙ্গলবার জানিয়েছে, গত ২০১৪ সাল থেকে এই অভিবাসন রুটে ১৮৬০ অভিবাসীর মৃত্যু এবং নিখোঁজ রেকর্ড করা হয়েছে, যার মধ্যে ৪৮০ জন নৌকাডুবির ঘটনায় মারা গেছেন।
উল্লেখ্য, তুরস্ক ও লিবিয়ার পাশপাশি সম্প্রতি ইয়েমেনের এডেন বন্দর শহরও সাগরপথে ইউরোপে যেতে ইচ্ছুক অভিবাসন প্রত্যাশীদের ভিড় বাড়ছে। তাদের অধিকাংশই আফ্রিকার দেশগুলো থেকে আসা। গত ২০২৩ সালে আফ্রিকা ও এশিয়া থেকে এডেন বন্দরে অন্তত ৯৭ হাজার অভিবাসনপ্রত্যাশী এসেছেন। সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়াটাই তাদের মূল লক্ষ্য।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:২৫ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি