কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তৈয়ব আলী (৩৫) নামের এক কলেজ শিক্ষককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আটক করেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা-ফেরুষা গ্রামের কাঁচা রাস্তার উপর মোটরসাইকেলের গতিরোধ করে বিজিবি তাকে আটক করে।
এসময় তার মোটর সাইকেলের তেলের ট্যাংকির ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ২০ পিচ উদ্ধার করেন তারা। পরে রাতেই বিজিবি তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে ফুলবাড়ী থানায় সোপর্দ করে। আটক তৈয়ব আলী উপজেলার বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের এমপিও ভুক্ত প্রভাষক এবং কুরুষা ফেরুষা গ্রামের ময়েন উদ্দিনের ছেলে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এদিকে ইয়াবা সহ কলেজ শিক্ষক আটক হওয়ায় এলাকার সর্বত্র বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাট্যালিয়নের অধীন বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার সফিকুল আলম জানান, তৈয়ব আলী একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। এর আগে একাধিক বার তিনি মাদকসহ আটক হলেও কৌশলে বেঁচে যান। কিন্তু এবার তিনি হাতেনাতে আটক হলে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে শুক্রবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি