সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ডাকা ইসলামাবাদমুখী জনস্রোতে উত্তাল পাকিস্তানে ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিক্ষোভ-মিছিলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে দেশটির রাজধানী ইসলামাবাদ।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, দেশটির শ্রীনগর মহাসড়কে কিছু ব্যক্তি রেঞ্জার্স কর্মীদের ওপর গাড়ি উঠিয়ে দিয়েছে। এ ঘটনায় ৪ জন রেঞ্জার্স ও ২ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন প্যারাট্রুপার ও ২ পুলিশ সদস্য। গতকাল সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে পিটিআই’র বিক্ষোভ মিছিল ইসলামাবাদে প্রবেশ করলে শ্রীনগর হাইওয়েতে এই সহিংস ঘটনা ঘটে। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর।
এর আগে, গত ২৪ নভেম্বর থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই’র প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। সোমবার রাতে গান্দাপুরের নেতৃত্বে খাইবার পাখতুনখোয়া, হাজারা, ডিআই খান এবং বেলুচিস্তান থেকে আসা মিছিল একত্রিত হয়ে ইসলামাবাদের হাকলা ইন্টারচেঞ্জে প্রবেশ করে। বিক্ষোভে যোগ দেন পিটিআই প্রতিষ্ঠাতার স্ত্রী বুশরা বিবি এবং দলের শীর্ষ নেতারাও।
এদিকে, বিক্ষোভ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তান সরকার। ৪ জন রেঞ্জার্স নিহত হওয়ার পরপরই ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সংবিধানের ২৪৫ ধারা অনুযায়ী, সেনাবাহিনীকে ‘শুট-অ্যাট-সাইট’ নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মঙ্গলবার (২৬ নভেম্বর) ওই মারাত্মক হামলার নিন্দা জানিয়ে বলেছেন, একটি “নৈরাজ্যবাদী গোষ্ঠী” ইচ্ছাকৃতভাবে আইন প্রয়োগকারী কর্মীদের লক্ষ্যবস্তু করছে। পাকিস্তান “কোন প্রকার বিশৃঙ্খলা বা রক্তপাত সহ্য করতে পারে না। তিনি বলেন, এটি একটি ঘৃণ্য রাজনৈতিক এজেন্ডা যা “অগ্রহণযোগ্য এবং অত্যন্ত নিন্দনীয়”।
উল্লেখ্য, শিপিং কনটেইনার ও কংক্রিট ব্যারিকেড এবং কিছু এলাকায় মোবাইল ডেটা স্থগিত করে নিরাপত্তা কর্মীদের দ্বারা অবরুদ্ধ সমস্ত প্রধান মহাসড়ক এবং রাস্তাগুলিকে আটকে রেখে বিক্ষোভকারীদের রাজধানীতে পৌঁছতে বাধা দেওয়ার জন্য সরকার গত তিন দিন ধরে রাজধানীতে কঠোর লকডাউন জারি করেছে । শুক্রবার থেকে পুলিশ পিটিআই কর্মীসহ ৪ হাজারের বেশি ইমরান খান সমর্থককে গ্রেপ্তার করেছে।
আজ ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৩৮ | মঙ্গলবার
ডিবিএন/এসই/ এমআরবি