আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বাড়ির শয়নকক্ষে গোপন ক্যামেরা বসাতে গিয়ে তাঁরই বাড়ির এক কর্মী ধরা পড়েছেন। পাকিস্তানের এআরওয়াই টিভির অনলাইন একটি সূত্রের তথ্য থেকে এমনটি জানা যায়।
পিটিআই নেতা শাহবাজ গিল এআরওয়াইকে জানিয়েছেন, ইমরান খানের বানি গালার বাড়ির নিরাপত্তায় নিয়োজিত টিম ডিভাইস বসানোর চেষ্টা টের পায়। পরে তার শয়নকক্ষের একজন পরিচ্ছন্নতাকর্মীকে আটকের পর পুলিশে দেওয়া হয়। তিনি আরো বলেন দল বেশ কয়েকবার ইমরান খানের জীবন হুমকির মুখে বলে উল্লেখ করেছে। তিনি আরও বলেন, এ বিষয়ে আমরা সরকারসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে জানিয়েছি।
দেশটির কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এর আগে গত সপ্তাহে ইমরান খানকে হত্যা করতে গুপ্তঘাতক ভাড়া করা হয়েছে বলে সতর্ক করে।
এদিকে, একটি বেসরকারি নিউজ চ্যানেলের সাথে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইমরান খানের বিরুদ্ধে কোনো হুমকি সতর্কতা ছিল না। তিনি আরও বলেন যে ইমরান খানকে প্রধানমন্ত্রী থাকাকালীন একই স্তরের নিরাপত্তা এবং প্রোটোকল দেওয়া হচ্ছে।