সাবেক প্রধানমন্ত্রী ইমরানের ওপর হামলার প্রতিবাদে পাকিস্তানজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল শনিবার (৫ নভেম্বর) দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল বের করে পিটিআই সমর্থকরা।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, বিক্ষোভ মিছিলে শাহবাজ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়ার পাশাপাশি পদত্যাগের দাবি জানান পিটিআই সমর্থকরা। রাওয়ালপিন্ডিতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ। এ সময় নারীসহ বেশ কয়েকজন আহত হন।
এদিকে, ইমরান খানের ওপর হামলার পর থেকেই ক্ষোভে ফুঁসছে পিটিআই সমর্থকরা। প্রতিদিনই রাস্তায় নেমে বিক্ষোভ করছেন তারা। শনিবারও পাকিস্তানের বিভিন্ন শহরে প্রতিবাদ করেন শত শত মানুষ। হামলার সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িতদের শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীরা বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং গোয়েন্দাপ্রধানের বিরুদ্ধে মামলা দায়ের না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। এই হামলা শুধু ইমরান খানের ওপর না। এটি পুরো পাকিস্তানের জনগণের ওপর হামলা। তাদের শাস্তি না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরবে না। তাদের দাবি হামলার সুষ্ঠু তদন্ত হোক। জড়িতদের বিচার নিশ্চিত করা হোক।