স্টাফ রিপোর্টারঃ আরাফাত আহমেদ রনি
ইব্রাহিমোভিচের ভেল্কি আবারো দেখেছে ফুটবল বিশ্ব। নিজে করেছেন এক গোল। পাশাপাশি করিয়েছেন আরো একখানা। তার অবিশ্বাস্য পারফরম্যান্সে উদিনেসকে ২-১ গোলে হারালো এসি মিলান। উদিনেসের বিপক্ষে প্রথমার্ধটা হয়েছে সেয়ানে সেয়ানে টক্কর। প্রথম সাফল্য অবশ্য রসোনারিদেরই। ১৮ মিনিটে ডি বক্সের মধ্যে ইব্রার পাসে স্কোর করেন আইভেরিয়ান মিডফিল্ডার ফ্রাঙ্ক কেইসি।
সমতায় ফিরতে স্বাগতিকরা নেয় পাক্কা আধঘন্টা। ৪৭ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন ডি পল। এরপর স্পটলাইটটা নিজের দিকে টেনে নেন ইব্রা। দুর্দান্ত বাইসাইকেল কিকের প্রদর্শনীতে করেন গোল। এ নিয়ে ২য় বারের মতো এসি মিলানের হয়ে টানা ৬ ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন ইব্রা। এর আগেও দলটির হয়ে খেলার সময় ২০১২ সালে এমন কীর্তি গড়েন এই সুইডিশ তারকা। এর আগে ২০০১ সালে আন্দ্রে শেভচেঙ্কো দেখান এমন কৃতিত্ব।
ইব্রাহিমোভিচের অনন্য রেকর্ডের দিনে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে সিরিআ’য় টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো এসি মিলান।