আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়া এবং পূর্ব তিমুরে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৬০ ছাড়িয়েছে। সেরোজা নামের এক সাইক্লোনের ফলে দক্ষিণ-পূর্ব ইন্দোনেশিয়া এবং তিমুরে এ অবস্থা দেখা দিয়েছে। এ প্রাকৃতিক দুর্যোগে দক্ষিণপূর্ব এশিয়ার এ দুই দেশে এখনো অনেক লোক নিখোঁজ রয়েছে। এতে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
গতকাল মঙ্গলবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে বার্তাসংস্থা এএফপি জানায়, তারা পূর্ব তিমুরের কাছে একটি প্রত্যন্ত দ্বীপপুঞ্জে ১৩০ জনের প্রাণহানির খবর পেয়েছে। এদিকে পূর্ব তিমুরে সরকারিভাবে ২৭ জনের মৃত্যুর কথা জানানো হয়েছে।
এর আগে গত জানুয়ারি মাসে ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে আকস্মিক বন্যায় ৪০ জনের মৃত্যু হয়। এছাড়া সেপ্টেম্বরেও ১১ জন মারা যান।