চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে ম্যাচের আগেই বাংলাদেশ দলে নেমে এসেছে দুর্যোগের ছায়া। দলের সেরা ব্যাটসম্যান লিটন দাস হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন।
বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে। ভারতের বিপক্ষে ম্যাচে রান আউটের সময় এই চোট পেয়েছেন তিনি। বর্তমানে তিনি চলাফেরা করতে পারছেন বটে, কিন্তু ব্যথা এখনো পুরোপুরি সেরে যায়নি। সে কারণেই তাকে নিয়ে শঙ্কা রয়ে গেছে। ইতোমধ্যেই তাকে অনুশীলন থেকে বিশ্রাম দেয়া হয়েছে।
জানা গেছে, বিশ্বকাপের শেষ ম্যাচে লিটনকে পাওয়া যাবে না, এমন কোনো শঙ্কাই করছে না দল। শনিবার ও ম্যাচের দিন ডাক্তারি পরীক্ষার ফলাফলের ওপর নির্ধারিত হবে, লিটন দাস পাকিস্তান ম্যাচে খেলবেন কি না। তবে দল আশাবাদী তাকে পাওয়া নিয়ে। এদিকে ভারতের বিপক্ষে এক বিধ্বংসী ইনিংস খেলেছেন লিটন। তার ব্যাটে ভর করে বাংলাদেশ দেখছিল অসাধ্য সাধনের স্বপ্ন।
তবে সে স্বপ্ন পূরণ হয়নি টাইগারদের, ৫ রানে হেরে আরও একবার পুড়তে হয়েছে স্বপ্নভঙ্গের বেদনায়। তবে পাকিস্তানের বিপক্ষে তার দলে থাকার বিকল্প দেখেছেন না ভক্তরা। একমাত্র তিনিই পারেন বাংলাদেশকে জিতিয়ে পরের পর্বে নিতে।