কানাডা বেশ কয়েকবার ওয়ানডে বিশ্বকাপ খেললেও কখনো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার স্বাদ পায়নি তারা। এবারে বাছাইপর্বে বারমুডাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি।
আগামী ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলবে কানাডা।
হ্যামিল্টনের ন্যাশনাল স্টেডিয়ামে আগে ব্যাটিং করে চার উইকেটে ১৩২ রান তোলে কানাডা। আর অসাধারণ বোলিংয়ে বারমুডাকে মাত্র ৯৩ রানে গুঁড়িয়ে দেয় কানাডা। বারমুডার সমান পয়েন্ট নিয়ে বাছাই পর্ব শেষ করে কানাডা। তবে রান রেটে এগিয়ে থাকায় বিশ্বকাপের টিকেট হাতে পেয়েছে দলটি।
এর আগে মোট ৪ বার ওয়ানডে বিশ্বকাপে অংশ নেয় দলটি। প্রথম বিশ্বকাপ খেলে ১৯৭৯ সালে। তারপর ২০০৩, ২০০৭ এবং সবশেষ ২০১১ সালের বিশ্বকাপে দেখা যায় দলটিকে। এরপর আর কোনো বড় আসরে খেলার সুযোগ পায়নি তারা। এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে কানাডা। বাছাইপর্বে বারমুডা, পানামা ও কেইম্যান আইসল্যান্ডকে টপকে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করল তারা।
উল্লেখ্য, আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর হবে এবার যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের ৭টি ভেন্যু আর যুক্তরাষ্ট্রের ৩টি ভেন্যুতে হবে খেলাগুলো। ২০ দলের অংশগ্রহণে হবে টি-টোয়েন্টির এই বিশ্বকাপ।
*** আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৩:২৫ | শুক্রবার ***
ডিবিএন/এসই/ এমআরবি