ইতিহাস গড়লেন তাসকিন! রেকর্ড চূড়ায় ওঠার পথে তাসকিন পেছনে ফেলেছেন পাকিস্তানের পেসার মোহম্মদ আমিরকে। বাংলাদেশি বোলারদের মধ্যে সেরার আসন দখল করা ডানহাতি এই পেসার ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানকেও।
ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রান খরচায় ৭ উইকেট নিয়েছেন পেসার তাসকিন আহমেদ। স্কোরবোর্ডে ঢাকা ১৭৪ রান যোগ করলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন তাসকিন। তার আগুন ঝড়া বোলিংয়ে তোলপাড় হয়েছে রেকর্ড বই।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) মিরপুরে টস জিতে ব্যাট করতে নামে ঢাকা। শুরুতেই জোড়া উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় তারা। তানজিদ হাসান তামিম ১০ বলে ৯ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান লিটন দাস। দুজনকেই আউট করেন পেসার তাসকিন আহমেদ।
এরপর শুরুর এই ধাক্কা সামাল দেন শাহদাত দিপু ও বিদেশি রিক্রুট স্টিফেন এসকিনাজি। ৭৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। এসকিনাজি ৪৬ রান করে আউট হলেও ফিফটি তুলে নেন দিপু।
তবে দলীয় ১২৯ রানে ৪১ বলে ৫০ রান করে আউট হন দিপু। তাকে আউট করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন তাসকিন। এরপর অধিনায়ক থিসারা পেরেরা ও শুভম রানজানে আগ্রাসী ব্যাটিং করেন।
অন্যদিকে ঢাকার আরও ৪ উইকেট তুলে নিয়ে ঢাকার ব্যাটিং লাইনে ধস নামান তাসকিন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে ঢাকা। পেরেরা ৯ বলে ২১ ও রানজানে ১৩ বলে ২৪ রান করেন।
টি-টোয়েন্টির ইতিহাসে সেরা বোলিংয়ের তালিকায় তাসকিনের অবস্থান এখন তিনে। শীর্ষে মালয়েশিয়ার সায়াজরুল ইদ্রুস, গত বছর চীনের বিপক্ষে ৪ ওভারে ৮ রানে ৭ উইকেট নেন তিনি। দুই নম্বরে থাকা নেদারল্যান্ডসের কলিন অ্যাকারম্যান ২০১৯ ভাইটালিটি ব্লাস্টে লেস্টারশায়ারের হয়ে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে ৪ ওভারে ১৮ রানে ৭ উইকেট নেন। এরপরই তাসকিন, তার বোলিং ফিগার ৪-০-১৯-৭।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম