ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এক বান্ধবীসহ তিন নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছেন আরো ৪ জন। গতকাল রোববার (১১ ডিসেম্বর) দেশটির রাজধানী রোমের একটি ক্যাফেতে বন্দুকধারীর গুলিতে এ ঘটনা ঘটে বলে জানায় বিবিসি।
নিহতরা হলেন – ইতালির প্রধানমন্ত্রীর বান্ধবী নিকোলেটা গোলিসানো আর অন্য নারীরা এলিসাবেটা সিলেঞ্জি ও সাবিনা স্পের্যান্ডিও। আহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ বলে ধারণা করা হচ্ছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রতিবেদনে জানা যায়, স্থানীয় একটি ক্যাফেতে পরিচিতদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন মেলোনির বান্ধবী নিকোলেটা গোলিসানো। ক্যাফের ভেতর স্থানীয় ব্লক বাসিন্দাদের একটি কমিটির বৈঠক চলছিল।এই ঘটনায় ৫৭ বছর বয়সী সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কমিটির বোর্ডের লোকদের সাথে তার আগে থেকে বিরোধ ছিল।
এই ক্যাফেতে কমিটির ভাইস-প্রেসিডেন্ট লুসিয়ানা সিওরবা উপস্থিত ছিলেন। তিনি বলেন, বন্দুকধারী তার পিস্তল দিয়ে গুলি করার আগে চিৎকার করে বারবার বলতে ছিলেন “আমি তোমাদের সবাইকে মেরে ফেলব”। এরপর সে গুলিবর্ষণ শুরু করে।
রোমের মেয়র রোবের্তো গুয়ালতিয়েরি এই গুলির ঘটনাকে ‘ভয়াবহ সহিংসতা’ হিসেবে বর্ণনা করেছেন। আজ সোমবার (১২ ডিসেম্বর) একটি জরুরি বৈঠক করবেন বলেও জানিয়েছে তিনি।
বান্ধবীর ছবি দিয়ে জর্জিয়া মেলোনি ফেসবুকে আবেগঘন একটি পোস্টে লিখেছেন, ‘আমার কাছে ও সবসময় এমনই হাসিখুশি আর সুন্দর থাকবে। এভাবে চলে যাওয়াটা ঠিক হলো না। আমি তোমাকে ভালোবাসি।’