ইতালির ল্যাম্পিদুসা দ্বীপের কাছে শনিবার দিনের শেষ দিকে ঝড়ের কবলে পড়ে এক জাহাজডুবির ঘটনায় মোট ১৪৯ জন অভিবাসী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরো ২০ জন নিখোঁজ রয়েছে। রোববার কর্তৃপক্ষ এ কথা জানায়।
উদ্ধারকৃতদের মধ্যে ১৩৩ জন পুরুষ, ১৩ জন নারী এবং ৩ শিশু রয়েছে।উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।ইতালিয়ান কোস্ট গার্ড এক বিবৃতিতে এ কথা জানায়।
উদ্ধারকৃতরা কোস্টগার্ডকে জানায়,নৌযানের কর্মীদের বাদে এতে ১৬০ জন যাত্রী ছিলেন,এখনো ২০ জন যাত্রী নিখোঁজ রয়েছে।
ভূমধ্যসাগরীয় ল্যাম্পিদুসা দ্বীপ থেকে উত্তর আফ্রিকা উপকূল কাছাকাছি, তাই দেশত্যাগী এই অভিবাসীরা ইউরোপে প্রবেশের জন্য প্রথম এই দ্বীপে এসে পৌঁছানোর চেষ্টা করে।